
কপিলমুনি প্রতিনিধি
কপিলমুনিতে নিরাপদ সড়ক চাই (নিসচা)’র দক্ষিণাঞ্চল-কপিলমুনি শাখার উদ্যোগে নিয়মিত রক্ত দানের অংশ হিসেবে শিক্ষক আনোয়ার হোসেনকে বৃহস্পতিবার সকাল ১০টায় রক্ত দান করা হয়। স্থানীয় একটি ক্লিনিকে নিসচা’র সদস্য মহসিন খান নিজের শরীর থেকে এই রক্ত দান করেন। এসময় সংগঠনটির নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
##
কপিলমুনি বেদ মন্দিরে
নামযজ্ঞ আজ
কপিলমুনি প্রতিনিধি
কপিলমুনি বেদ মন্দিরে মহা নামযজ্ঞ আজ। শুক্রবার সন্ধ্যায় শ্রীমদ্ভাগবত পাঠ ও গন্ধাদিবাসের মধ্যদিয়ে মহা নামযজ্ঞের শুভ সুচনা হয়। আজ শনিবার অষ্ট প্রহর ব্যাপী অখন্ড হরিনাম সংকীর্তন, আগামী কাল রবিবার সকাল ৫টায় কুঞ্জভঙ্গের মধ্য দিয়ে যজ্ঞের সমাপ্তী ঘটবে।
##