
পলাশ কর্মকার ::
কপিলমুনির পার্শ্ববর্তী দঃ সলুয়ায় পল্লী দলিত সংস্থার উদ্যোগ্যে কপিলমুনি বাজারে বাঁশ, বেত, মাদুর হাটের স্থায়ী জায়গার জন্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকাল ৩ টায় শিবুপদ দাশের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান আতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সরদার ফারুখ আহম্মাদ, বিশেষ অতিথি ছিলেন, পাইকগাছা কলেজের সহকারী অধ্যাপক স্বপন কান্তি ঘোষ, কপিলমুনি কলেজের উপাধ্যক্ষ বাবু ত্রিদিব কান্তি মন্ডল, বিনোদ বিহারী শিশু বিদ্যালয় অধ্যক্ষ মোঃ মুজিবর রহমান, মোঃ রেজাউল করিম, ওয়ার্ড সদস্য শংকর বিশ্বাস, ওয়ার্ড সদস্য বিঞ্চু পদ রায, জয়ন্ত দাশ, অমল দাশ প্রমূখ। বক্তারা বলেন কপিলমুনি বাজার কেন্দ্রীক বসবাসরত দলিত জনগোষ্টির বাঁশ, বেত, ও মাদুর কুটির শিল্পের বিক্রয়ের জন্য কপিলমুনি বাজারে স্বায়ীভাবে একটি জায়গর বিশেষ প্রয়োজন। এবিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।