
পলাশ কর্মকার, কপিলমুনি ::
কপিলমুনিতে মাদকসেবীরা পুলিশের হাতে ধরা পড়লেও অধরা থেকেই যাচ্ছে মূল মাদক ব্যবসায়ীরা।
সূত্র জানায়, খুলনার কপিলমুনিসহ পার্শ্ববর্তী এলাকাগুলো বর্তমানে মাদকে ছেয়ে গেছে। হাত বাড়ালেই সহজে মিলে মদ, গাজা, ফেন্সিডিল ও ইয়াবা। যা সেবন করে স্কুল কলেজের ছাত্রসহ বিশেষ করে যুবক শ্রেণী বিপদগামী হচ্ছে। দীর্ঘদিন মাদক গ্রহন করে তারা অন্ধকার ভবিষ্যতের দিকে এগুচ্ছে। এমনি অবস্থা দীর্ঘদিনের, তবে বেশ কিছুদিন ধরে কপিলমুনি ফাঁড়ী পুলিশ মাদক নির্মূলে কঠোর অভিযান চালিয়ে কিছু মাদকসেবী আটক করে জেল হাজাতে প্রেরণ করেছে। যেটাকে পুলিশের সফল অভিযান বলে অভিহিত করছেন অনেকে। অনেকে বলছেন, সাধারণ মাদকসেবী আটক হলেও মূল রাঘোব বোয়ালরা ধরা ছোঁয়ার বাইরে রয়ে যাচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, কপিলমুনি, প্রতাপকাটী, মামুদকাটী মোড় ও ঘাট, কাশিমনগর, গোলাবাড়ীসহ আরো কয়েকটি স্থানে যারা দেদারছে মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে তাদেরকে আটক করে আইনের আওতায় আনতে হবে। এসব এলাকায় যারা মাদকের কারবার চালাচ্ছে তারা বেশির ভাগই ভ্রাম্যমান বিক্রেতা। কেউ কেউ আবার একটি ব্যবসার অন্তরালে মাদকের ব্যবসা করছে, আবার কেউ কেউ ব্যবসার ভোল পাল্টাচ্ছে। এলাকায় যারা মাদক সর্বনাশা ব্যবসা চালায় তারা অনেকটা সাধারণ মানুষের কাছে চিহ্নিত হলেও ভয়ে ও রাজনৈতিক প্রভাবের কারণে মুখ খুলতে সাহস পায় না। কিছু মাদক ব্যবসায়ী মাদকসহ অনেকবার পুলিশ, র্যাব ও ডিবির কাছে আটক হয়ে জেলের ঘানি টানলেও ফিরে এসে আবার সেই পেশায় নিজেদের সম্পৃক্ত করে। ফলে পুলিশের মাদকের বিরুদ্ধে অভিযান অনেকাংশে সফলতা পায় না।
এলাকারবাসীর দাবী, মাদকসেবীদের গ্রেফতারের পাশাপাশি মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে পুলিশের জোরালো অবস্থান দরকার, তা না হলে বৃহত্তর এ এলাকায় মাদক নির্মূল সম্ভব নয়।