
পলাশ কর্মকার, কপিলমুনি ::
কপিলমুনিতে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় শনিবার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটিতে কপিলমুনির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক পৃথক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কপিলমুনি কলেজে অধ্যক্ষ মোঃ হাবিবুল্যাহ বাহারের সভাপতিত্বে সকাল ১০ টায় ও প্রভাষক মোঃ ময়েজুর রহমানের পরিচালনায় আলোচনায় অংশ নেন উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল, অবসর প্রাপ্ত সহঃ অধ্যাপক বিশ্বনাথ ভট্টাচার্য্য, সহঃ অধ্যাপক রমেশ চন্দ্র ঢালী, স্বপন কুমার দাশ, মোঃ আব্দুস সামাদ ও প্রভাষক তাপস কুমার সাধু।
কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজে সকাল ১০ টায় অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশের সভাপতিত্বে ও কার্ত্তিক চন্দ্র সরকারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শেখ আহম্মদ আলী। বক্তব্য রাখেন সহঃ প্রধান শিক্ষক মোঃ কবীর আহমেদ, শিক্ষার্থীদের মধ্যে ইসফাতারা নদী, সাবরিনা সুলতানা, বিলকিস আক্তার। দোয়া পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাওলানা আবুল হুসাইন।
কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ১০ টায় প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পার সভাপতিত্বে ও ধর্মীয় শিক্ষক মাওলানা জালাল উদ্দীনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এইচ এম এ হাশেম। এসময় বক্তব্য রাখেন বন্দনা রানী মজুমদার, মিন্টু কুমার সাহা, নীহার রঞ্জন বিশ্বাস ও শিক্ষার্থীদের মধ্যে সুমাইয়া খাতুন, জিনিয়া আখতার সেতু, আফসানা নুসরত মিমি প্রমুখ।
লতা ইউনিয়নের বি জি পি শামুকপোতা হাই স্কুলে সাবেক ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা কাজল কান্তি বিশ্বাসের সভাপতিত্বে ও সহঃ শিক্ষক মদন মোহন মন্ডলের পরিচালনায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক বাসুদেব চক্রবর্তী, সহঃ শিক্ষক প্রশান্ত মন্ডল, মোঃ আবুল হাসান, ইউপি সদস্য মোঃ আজিজুর রহমান, নির্মল বৈদ্য, আশুতোষ মন্ডল, হরিচাঁদ শিকারী প্রমুখ।