
পলাশ কর্মকার ,কপিলমুনি :
খুলনার কপিলমুনিতে শিবির নেতা কুদ্দুস মোড়ল (২৫) কে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, কপিলমুনি পুলিশ ফাঁড়ীর ইনচার্জ হাসমত আলী সংগীয় ফোর্স নিয়ে শনিবার রাত ৯ টার দিকে কপিলমুনির কাজিমুছা গ্রামের সবুর মোড়লের ছেলে পাইকগাছা উপজেলা শিবিরের সেক্রেটারী কুদ্দুস মোড়লকে কাজিমূছা হাওলাদার বাড়ী মসজিদের গেট থেকে আটক করে পাইকগাছা থানায় সোপর্দ করে। থানায় এব্যাপারে তার নামে একটি মামলা হয়েছে, যার নং ১৩২।