
কপিলমুনি প্রতিনিধি :
কপিলমুনি সিটি প্রেসকøাবের প্রচার সম্পাদক ও দৈনিক পত্রদূতের কপিলমুনি প্রতিনিধি আঃ সবুর আল আমীনের উপর হামলার ঘটনা ঘটেছে। হামলার শিকার সংবাদকর্মী সবুর জানান, মঙ্গলবার বেলা ১১ টার দিকে কপিলমুনি প্রেসক্লাবের সামনের সড়ক দিয়ে তাঁর কর্মস্থল কপিলমুনি বিনোদ বিহারী শিশু বিদ্যালয়ের দিকে যাচ্ছিলেন, এসময় পূর্বশত্রুতার জের ধরে ওত পেতে থাকা কাশিমনগর গ্রামের মোঃ রবিউল ইসলাম (নবু) গাজীর ছেলে গাজী আঃ রাজ্জাক রাজু (৩৫) তাঁর উপর হামলা করে। এসময় হামলাকারী রাজ্জাক বলতে থাকে তোকে আজ মেরে হাড়গোড় ভেঙ্গে দেব, তোর কে কে আছে আমাকে ঠেকাবে। হামলাকারী আরো বলেন, তুই কপিলমুনি সিটি প্রেসক্লাবের সদস্য তোর ক্লাব ভেঙ্গেচুরে গুড়িয়ে দেব। এছাড়াও রাজ্জাক সিটি প্রেসক্লাব নিয়ে নানান অশ্লীল মন্তব্য করেন। হামলার ওই ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে কর্মরত সাংবাদিকদের মাঝে ক্ষোভ ও প্রতিবাদ দানাবাঁধে। এদিকে সবুর এর উপর হামলার ঘটনায় দুপুর সাড়ে ১২ টায় কপিলমুনি সিটি প্রেসক্লাবে এক প্রতিবাদ সভা ক্লাবের সভাপতি এম আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, সহ-সভপাতি এইচ এম এ হাশেম, সাধারণ সম্পাদক পলাশ কর্মকার, সহ-সাধারণ সম্পাদক এইচ এম জিয়াউর রহমান, কোষাধ্যক্ষ জগদীশ দে, সাংগঠনিক সম্পাদক মজুমদার পলাশ, দপ্তর সম্পাদক এম আজিজুর রহমান, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক স ম নজরুল ইসলাম, খান রফিকুল ইসলাম, পবিত্র মন্ডল, তপন পাল প্রমুখ। বক্তরা সিটি প্রেসক্লাব নিয়ে এহনে অশ্লীল মন্তব্য ও সাংবাদিকের উপর হামলার তিব্র প্রতিবাদ ও হামলাকারী রাজ্জাককে অবিলম্বে গ্রেফতার পূর্বক শাস্তির দাবী জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।