
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি ঃ
দৈনিক করতোয়া, দৈনিক পত্রদূত ও ভয়েস অব সাতক্ষীরা ডটকমের প্রতিনিধি ও কপিলমুনি সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক পলাশ কর্মকারের ঠাকুর দাদা গোষ্ট কর্মকার (৯০) পরলোকগমন গমন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জণিত রোগ ভোগার পর সকলকে কাঁদিয়ে শুক্রবার সকাল ১০ টা ১৮ মিনিটে উত্তর সলুয়া গ্রামের কর্মকার পাড়ার নিজ বাস ভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবরে সমবেদনা জানাতে ছুটে যান কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন ডাবলু, কপিলমুনি (বিনোদগঞ্জ) বণিক সমিতির সাধারণ সম্পাদক ও আ’লীগ নেতা সরদার গোলাম মোস্তফা, ইউপি মেম্বর জামাল হোসেন, কপিলমুনি প্রেসক্লাব, সিটি প্রেসক্লাব, আ’লীগ-যুবলীগ ও গুণীজন স্মৃতি সংসদের নের্তৃবৃন্দ। বিকাল ৪ টায় কাশিমনগর মহা শশ্মাণে শেষ কৃত্য সম্পন্ন করা হয়।