কপিলমুনিতে ৩ তেল মিল মালিককে জরিমানা


111 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
কপিলমুনিতে ৩ তেল মিল মালিককে জরিমানা
মার্চ ২৯, ২০২৩ খুলনা বিভাগ ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

পলাশ কর্মকার ::

ভোজ্য তেলে ভেজাল মেশানোর অভিযোগে কপিলমুনি বাজারের ৩টি তেল মিল মালিককে জরিমানা করেছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার বেলা ১১ টায় খুলনা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব কপিলমুনিতে এ অভিযান পরিচালনা করেন। ভোজ্য তেলে ভেজাল মেশানোর অপরাধে বিনোদ অয়েল মিল মালিককে ৬০ হাজার, উৎসব অয়েল মিল মালিককে ৫০ হাজার ও দত্ত অয়েল মিলের মালিককে ১০ হাজার টাকা, সর্বমোট ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় সহকারী পরিচালক স্থানীয় সবজি ও মাংসের বাজার মনিটরিংসহ পণ্যের মূল্য তালিকা নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে টানানোর জন্য হ্যান্ড মাইকে ব্যবসায়ীদের আহবান জানান।

#