
পলাশ কর্মকার, কপিলমুনি :
কপিলমুনির সলুয়া কাজিমূছা সার্বজনীন বাসন্তী মন্দিরের পুণঃ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় অনুষ্ঠিত মন্দিরের সভাপতি নারায়ন চন্দ্র দাশের সভাপতিত্বে উক্ত উদ্বোধন অনষ্ঠানে পুরোহিত হিসেবে উপস্থিত ছিলেন বিমল চক্রবর্তী, প্রধান অতিথি ছিলেন নাবা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য কুমুকুম দাশ।
অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন সঞ্জয় দাশ, কৃষ্ণপদ, প্রবীর দাশ, শ্যামল দাশ, রতন দাশ, লিটন দাশ, অভি দাশ, বিপ্লব দাশ, অনিমেশ চৌধুরী, মিন্টু বাছাড়, স্বপন দাশ, বিপ্লব দাশ, দিপক দাশ, ব্রজেন বাছাড়, সুদেব দাশ প্রমুখ।