
পলাশ কর্মকার, কপিলমুনি :
কপিলমুনির পার্শ্ববর্তী মামুদকাটীর অনির্বাণ লাইব্রেরীতে নাগরিক শোকসভা রোববার অনুষ্ঠিত হয়েছে। লাইব্রেবীর প্রতিষ্ঠাকালীন অন্যতম সদস্য প্রয়াত অজিত মন্ডলের এ শোকসভায় সভাপতিত্ব করেন সমীরণ দে, সভার শুরুতে অজিত মন্ডলের আতœার শান্তি কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে উপস্থিত অতিথিরা তাঁর স্মৃতি চারণ করেন । স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন কমরেড আঃ হান্নান, গনেশ ভট্টাচার্য্য, সমরেন্দ্র হালদার, তাপস বসু, পরমানন্দ মন্ডল, বিশ্বনাথ ভট্টাচার্য্য, সুকুমার রায়, গোপাল রায়, ওয়ার্ড সদস্য কুমারেশ দে, প্রভাত দেবনাথ, উত্তম বসু, শংকর মন্ডল, শান্তি দত্ত প্রমুখ। এসময় বক্তারা তার কর্মময় জীবন ও সর্বশেষ তার মৃতদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উৎসর্গ করার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন।