কপিলমুনির হরিঢালীতে এক বিধবার বাড়িতে দূর্বৃত্তের হামলা


355 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
কপিলমুনির হরিঢালীতে এক বিধবার বাড়িতে দূর্বৃত্তের হামলা
মার্চ ১৪, ২০১৮ খুলনা বিভাগ ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

পলাশ কর্মকার, কপিলমুনি ::
কপিলমুনির পার্শ্ববর্তী হরিঢালী ইউনিয়নের উত্তর সলুয়া গ্রামের এক বিধবা মহিলার বাড়িতে গভীর রাতে দূর্বৃত্তের হামলার ঘটনা ঘটেছে।
জানাযায়, উত্তর সলুয়া গ্রামের মৃতঃ প্রশান্ত সরকার অরফে খোকনের বাড়িতে সোমবার দিবাগত রাত ২ টার দিকে ৩/৪ জন দূর্বৃত্ত হামলা চালায়। এসময় এসময় খোকনের অসুস্থ্য স্ত্রী বিথীকা রানী সরকারসহ পরিবারের লোকজন ঘরে ঘুমাচ্ছিলেন। দূর্বৃত্তরা ঘরের জানালা ভাঙ্গার চেষ্টা করে এবং ঘরে প্রবেশের চেষ্টা চালায়। বিথীকাকে ঘর থেকে বের হয়ে আসতে বলে, শুধু তাই নয় তাকে তারা খুন করবে বলে বলতে থাকে। এসময় বিথীকার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে দূর্র্বৃত্তরা পালিয়ে যায়। এরপর ওই রাতেই ৪ টার দিকে আবারো হামলা চালায়। এসময় প্রতিবেশীরা ছুটে এলে তারা পালিয়ে যায়।