
কপিলমুনি প্রতিনিধি :
খুলনা জেলাকে ভিক্ষুক মুক্ত ঘোষণা করার অংশ হিসেবে কপিলমুনি ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত ঘোষণা করা হল।
শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় অনুষ্ঠানিকভাবে ইউনিয়নটির ৮৫ জন ভিক্ষুককে সহায়তাদানের মধ্য দিয়ে এ ঘোষণা দেয়া হয়। কপিলমুনি ইউনিয়ন পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দার। প্রধান অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফকরুল হাসান, আমন্ত্রিত অতিথি ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপস্থিত ছিলেন কপিলমুনি সিটি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পলাশ কর্মকার, ইউপি সদস্য ইজাহার আলী, রফিকুল ইসলাম, কুমকুম দাশ, মোঃ রবিউল ইসলাম রবি, মোস্তাফিজুর রহমান মিন্টু, আঃ সালাম মোড়ল প্রমুখ। অনুষ্ঠানে ভিক্ষুকদের জন প্রতি ৫০ কেজি চাল, ৫ কেজি ডাল, ২ কেজি তেল, ১০ কেজি আলু ও ২ কেজি লবন দেয়া হয়।