কপিলমুনি কলেজে সংবর্ধনা অনুষ্ঠান


527 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
কপিলমুনি কলেজে সংবর্ধনা অনুষ্ঠান
মার্চ ২৪, ২০১৮ খুলনা বিভাগ ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

পলাশ কর্মকার, কপিলমুনি ::
দেশ এখন উন্নয়নের রোল মডেল। দেশের প্রতিটি মানুষের ভাগ্য উন্নয়নে দেশনেত্রীর প্রানান্তকর চেষ্টায় আপানারাও সাথী হোন। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে শেখ হাসিনার বিকল্প নেই। তার যোগ্য নের্তৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নশীল দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। স্যারা দেশের ন্যায় পাইকগাছা-কয়রাতেও ব্যাপক উন্নয়ন হয়েছে।
শনিবার বেলা ১১ টায় কপিলমুনি কলেজ আয়োজিত খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানের সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা -৬ আসনের সংসদ সদস্য ও কলেজ গভর্ণিং বডির সভাপতি আলহ্াজ্ব এড. শেখ মোঃ নূরুল হক। বক্তব্য রাখেন খুলনা জেলা আ’লীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, আ’লীগ নেতা শেখ মোঃ মনিরুল ইসলাম, আঃ রাজ্জাক মলঙ্গী, মোঃ আফসার আলী, জি এম হেদায়েত আলী টুকু, যুগোল কিশোর দে, নির্ম্মল মজুমদার, সরদার জাকির হোসেন, হাজী সাইফুল ইসলাম, আনিচুর রহমান মুক্ত, প্রভাষক তাপস সাধু, আমিন বেগ, পাপিয়া সরোয়ার, মাহফুজুর রহমান, রাফেল হোসেন বাবু, ইমরান হোসেন ইমু, দ্বীপ পান্ডে, শুভ সেন, কবিরুল ইসলাম, আঃ রাজ্জাক রাজু, প্রণব কান্তি মন্ডল, মাসুদুর রহমান, মোঃ মশিয়ার রহমান, আজমল হোসেন বাবু, শরিফুল ইষলাম, আসাদুজ্জামান প্রমুখ। মানপত্র পাঠ করেন প্রভাষক শফিউল আলম। অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথি ‘কপিলমুনি কলেজ নূরুল হক ফুটবল ময়দান’ উদ্বোধন করেন।
##