কপিলমুনি পুলিশ ফাঁড়ির পাশে দোকানে চুরি


192 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
কপিলমুনি পুলিশ ফাঁড়ির পাশে দোকানে চুরি
মার্চ ২৭, ২০২৩ খুলনা বিভাগ ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

পলাশ কর্মকার ::

কপিলমুনি পুলিশ ফাঁড়ির কোলঘেঁষা রাস্তার বিপরীতে একটি পাইকারী প্রসাধনী দোকানে চুরি সংগঠিত হয়েছে। রবিবার রাতের কোন এক সময় চোরেরা মেসার্স সূর্য্য স্টোরের উত্তর পাশের টিনের চালা কেটে দোকানের ভিতরে প্রবেশ করে। এ সময় চোর দোকানের দিরাজ ভেঙ্গে প্রায় ১২ হাজার টাকা ও একটি বাটন ফোন নিয়ে যায় বলে দোকান মালিক সুমন সাধু জানান। তিনি আরও জানান, আবহাওয়া খারাপ থাকায় ঘটনার দিন রাতে সিসি ক্যামেরা বন্ধ করে বাড়িতে চলে যাই। এছাড়া চলতি মাসের প্রথম সপ্তাহে পুলিশ ফাঁড়ির প্রধান গেটের সামনে অবস্থিত চাউল ব্যাবসা প্রতিষ্টান নাহিদ এন্টার প্রাইজের দিরাজ ভেঙ্গে কে বা কারা ২৬ শত টাকা চুরি করে নিয়ে যায়। এসময় চাউল ব্যবসায়ী মফিজুল ইসলাম এশার নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন। পুলিশ ফাঁড়ি সংলগ্ন সাম্প্রতিক দু দুটি চুরির ঘটনায় ব্যাবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন

#