
পলাশ কর্মকার,কপিলমুনি :
কপিলমুনির পল্লীতে ১ কিশোরী প্রেমিক গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেছে। পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
জানাযায়, কপিলমুনির পার্শ¦বর্তী প্রতাপকাটী গ্রামের অসিত মুনি’র মেয়ে পূজা মুনি (১৫) প্রেমিককে সাথে ঘর বাঁধতে ব্যার্থ হয়ে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ঠাকুর দাদার ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আতœহত্যা করে। মৃতের ঠাকুর দাদা অজিত মুনি বলেন, ঘটনার দিনে সন্ধ্যায় পূজাকে বাড়ীর আশপাশে যখন খঁজে পাওয়া যাচ্ছিলো না তখন ঘরের ভেতরে এসে দেখি সে ঘরের আড়াতে গলায় ওড়না ফাঁস দিয়ে ঝুলছে। তখন আমরা তাকে কপিলমুনি হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে গেলে পথিমধ্যে কপিলমুনি কলেজ পাড়ায় পৌছালে সে মারা যায়।
সুত্র দাবী করছে, পূুজা ডুমুরিয়া থানার নাঙ্গলমুড়া গ্রামে মামার বাড়ী বসবাস করতো। সেখানে এক যুবকের সাথে তার প্রেমজ সম্পর্ক গড়ে ওঠে, বিষয়টি পূজার পরিবার না মেনে নেওয়ায় এ আতœহত্যার ঘটনাটি ঘটেছে।
এদিকে শনিবার সকালে পাইকগাছা থানার এস আই জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, প্রাথমিক ভাবে বলা যায় এটা আতœহত্যা। মৃতদেহ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কপিলমুনিতে ক্রিকেট খেলায় স্বর্ণপট্টি একাদশ জয়ী
কপিলমুনি প্রতিনিধি :
কপিলমুনিতে শনিবার বেলা ১১ টায় প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে। কপিলমুনি স্বর্ণ পট্টি একাদশ ও রায় সাহেব একাদশের মধ্যকার খেলায় স্বর্ণপট্টি একাদশ জয়লাভ করে।
প্রথমে রায় সাহেব একাদশ টচে জিতে ব্যাটিংয়ে যায়, তারা নির্ধারিত ওভারে ৮৬ রান করে। পরে স্বর্ণপট্টি একাদশ ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায়। খেলায় অধিনায়কের দায়িত্ব পালন করেন পলাশ দে ও সুজন দত্ত।