
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি ঃ পাইকগাছা উপজেলার ৭ নং নাবা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ২৮ নভেম্বর সম্পন্ন হয়েছে। উক্ত নির্বাচনে সভাপতি পদে উপজেলা যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান মিন্টু ও সহ-সভাপতি পদে ইউপি মেম্বর কুমকুম দাশ নির্বাচিত হন। নির্বাচন কালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা করুণা রানী দাশ।
###
কপিলমুনি সিটি প্রেসক্লাবের শোক
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি ঃ দৈনিক পূর্বাঞ্চল ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সম্পাদক লিয়াকত আলীর মৃত্যুতে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন কপিলমুনি সিটি প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। বিবৃতিদাতারা হলেন সভাপতি আলোকিত সংবাদ/সমাজের কাগজের এম আজাদ হোসেন, সহ-সভাপতি স্পন্দনের এইচ এম এ হাসেম, সাধারণ সম্পাদক করতোয়া/ভয়েস অব সাতক্ষীরা’র পলাশ কর্মকার, সহ-সাধারণ সম্পাদক সত্যপাঠ/একুশে নিউজ’র এইচ এম জিয়াউর রহমান, কোষাধ্যক্ষ দেশ সংযোগের জগদীশ দে, সাংগঠনিক সম্পাদক পত্রদূতের মজুমদার পলাশ, দপ্তর সম্পাদক প্রজন্মের ভাবনার এম আজিজুর রহমান, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক জনসংলাপ/যুগের বার্তার স ম নজরুল ইসলাম, প্রচার সম্পাদক খেদমত/বিডি খবরের আঃ সবুর আল-আমীন, কার্যকরী সদস্য কালান্তর’র বদরুল আলম, প্রজন্মের ভাবনার খান রফিকুল ইসলাম, সদস্য কাফেলার এম কামরুল ইসলাম প্রমুখ।