
পলাশ কর্মকার, কপিলমুনি :
খুলনার কপিলমুনিতে ঘের ব্যবসায়ী এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ ও এলাকাবাসী জানান, কপিলমুনির কাশিমনগর গ্রামের মৃতঃ শিবু পদ বৈদ্য’র ছেলে সুশান্ত বৈদ্য (৩৮) মঙ্গলবার প্রতিদিনের ন্যায় তার ঘের থেকে বাড়ী ফিরে ঘুমাতে যায়। এরপর বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বাড়ী লোকজন দেখতে পায় সুশান্ত গলায় দড়ি দিয়ে গাছে ঝুলছে। এই ঘটনাটি পুলিশকে জানালে কপিলমুনি পুলিশ ফাঁড়ীর এস আই হাসমত আলীসহ সঙ্গীয় ফোর্স মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সুশান্ত পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছে বলে জানাযায়।
##
কপিলমুনিতে হামলার ঘটনায় গ্রেপ্তার- ১
কপিলমুনি প্রতিনিধি
কপিলমুনিতে রাতের আধারে প্রতিপক্ষের উপর হামলার ঘটনায় মামলার অন্যতম আসামী কপিলমুনির পার্শ্ববর্তী প্রতাপকাটী গ্রামের আঃ হাকিম সরদারের ছেলে আইয়ুব আলী সরদার (৪৫)কে গ্রেপ্তার করেছে কপিলমুনি ফাঁড়ী পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কপিলমুনির কপোতাক্ষ নদীর ব্রীজ এলাকা থেকে পুলিশ আইয়ুবকে আটক করে পাইকগাছা থানায় সোপর্দ করে। উল্লেখ্য অতি সম্প্রতি প্রতাপকাটী গ্রামের আঃ লতিফ মোড়লের ছেলে মো: হারুন মোড়ল (৪০) কপিলমুনি বাজার থেকে বাড়ী ফেরার পথে প্রতাপকাটী সরকারী প্রথমিক বিদ্যালয় এলাকায় পৌছালে তার উপর হামলা চালায় আইয়ুব আলী সরদার সহ আরো ৬/৮ জন। এসময় একই গ্রামের কাশেম আলী গাজীর ছেলে হালিম গাজী (৩২) আহত হয়।