কপিলমুনি সংবাদ ॥ শ্রীরামপুরে কৃতি শিক্ষার্থী ও অবিভাবক সংবর্ধনা


411 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
কপিলমুনি সংবাদ ॥ শ্রীরামপুরে কৃতি শিক্ষার্থী ও অবিভাবক সংবর্ধনা
মার্চ ১০, ২০১৮ খুলনা বিভাগ ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

পলাশ কর্মকার, কপিলমুনি ::
কপিলমুনির পার্শ্ববর্তী নগর শ্রীরামপুরে শিক্ষা উন্নয়ন সহায়িকা প্রকল্পের উদ্যোগে কৃতি শিক্ষার্থী ও অবিভাবক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় স্থানীয় জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা -৬ আসনের সাংসদ এড. শেখ মোঃ নূরুল হক। সভাপতিত্ব করেন ডাঃ এস আজিজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ সহর আলী গাজী, সাবেক অধ্যক্ষ মুফতি মাওঃ বোরহান উদ্দীন, মাওঃ আব্দুল হান্নান, সাবেক মেম্বর এইচ এম আবুল কাশেম, আমিনুল ইসলাম, আবুবক্কর হাজরা। উপস্থিত ছিলেন, আনিছুর রহমান, সরদার সোহরাব, সরদার হাফিজুল ইসলাম, সরদার রফিকুল ইসলাম, এইচ এম শামীম আহম্মেদ প্রমুখ।
##
কপিলমুনি সিটি প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
পলাশ কর্মকার, কপিলমুনি ::
নানা আয়োজনে কপিলমুনি সিটি প্রেসক্লাবের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কপিলমুনি সিটি প্রেসক্লাব কক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে উদ্যাপন করা হয়। কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি এম আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কার্যকরী সহ-সভাপতি শেখ দীন মাহমুদ, সাঃ সম্পাদক রফিকুল ইসলাম খান, সহ-সম্পাদক তপন পাল, কোষাধ্যক্ষ জগদীশ চন্দ্র দে,দপ্তর সম্পাদক স ম নজরুল ইসলাম, সাবেক সাঃ সম্পাদক পলাশ কর্মকার,সাবেক প্রচার সম্পাদক কামরুল ইসলাম, আঃ মজিদ প্রমূখ ।
##
কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতির স্মরণ সভা

পলাশ কর্মকার, কপিলমুনি ::
কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শেখ আমজাদুর রহমান এর ৩৬ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ও সাবেক সভাপতি শেখ আজাদ আওরঙ্গজেব এর স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সকাল সাড়ে ৯টায় র‌্যালি শেষে বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় অত্র প্রতিষ্ঠানের সভাপতি শেখ আছাদুর রহমান পিয়ারুল এর সভপতিত্বে ও ধর্মীয় শিক্ষক মাওঃ জালাল উদ্দীনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কপিলমুনি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ সহর আলী গাজী। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কপিলমুনি কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুল্যাহ বাহার, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রহিমা আখতার শম্পা, কে আর আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রহমান, হাবিবনগর ফাজেল মাদরাসার সহঃ অধ্যাপক মুহাঃ আব্দুর রশীদ, প্রভাষক মোঃ শফিকুল ইসলাম, সহঃ প্রধান শিক্ষক জি এম অজিয়ার রহমান, মোঃ বজলুর রহমান, এস এম আবুল হোসেন, জি এম আসলাম হোসেন, এইচ এম সোহারাব হোসেন, মিন্টু কুমার সাহা, এইচ এম আবুল কাশেম, প্রতিষ্ঠাতার কন্যা মঞ্জিলা খাতুন প্রমুখ।
##