
॥ অর্পিতা পাঠক ॥
—————-
ভর জৈষ্ঠ মাসে
তাল পুকুরের পাশে
হয়েছিলো চুরি,
আম কাঁঠাল ভুরি ভুরি।
সেথা ছিলো এক বুড়ি
রুখতো চোর ছ্যাঁচড়।
করলো ধাওয়া পিছে
কিন্ত সবই মিছে মিছে
চোর টা বড়ই চালাক
পাছে ছিলো আব্দুর রহিম
বুড়িকে সে দিলো তালাক!
বুড়ি বলে,হায় রে ছুড়ো
তোর কারনে তালাক দিলো মোর বুড়ো
দে ফিরিয়ে চুরির আম
খাইতে দিবো রুই এর মুড়ো।
চোর বললো, না রে বুড়ি
পেশা -ই তো মোদের এই চুরি…।
##
কবিতা লেখক – শিক্ষার্থী , খুলনা বিশ্ববিদ্যালয়।