
"প্রিয় তুমি"
মো: নাজমুল হুসাইন
তুমি তো আমার-ই,
নীল আকাশের পরী।
তুমি তো আমার,
মধুর জ্যোৎস্নার রাণী।
তুমি তো আমার,
পশ্চিমাকাশের শুকতারা।
তুমি তো আমার-ই,
সেই ভোরের ধ্রুবতারা।
তুমি তো আমার,
শ্রাবণের এক পসলা বৃষ্টি।
তুমি তো ঐ মহান সৃষ্টিকর্তার,
নিপুণ হাতের সৃষ্টি।
তুমি তো এই বাংলার,
চাঞ্চল্যময় এক তরুণী।
তুমি তো আমার,
এক শ্রেষ্ঠ বিকেলের ঘুরতে যাওয়া রমণী।
তুমি তো আমার,
বাদল দিনের প্রথম কদম ফুল।
তুমি তো আমার,
কাব্য লেখার প্রেরণার মূল।
তুমি তো আমার,
বেখেয়ালি মনের একমাত্র স্মৃতি।
তুমি তো আমার-ই,
সুখ দূঃখের সারা জীবনের সাথী।
উল্লেখ্য : মোঃনাজমুল হুসাইন,সাতক্ষীরা সরকারী কলেজের দ্বাদশ শ্রেণীর বিঙ্গান বিভাগের ছাত্র। সে মাধ্যমিক পাস করে চাম্পাফুল আ:প্র:চ মাধ্যমিক বিদ্যাপীঠ থেকে। পিতার নাম মোঃ নূর ইসলাম গাইন,,মাতার নাম- লিপিয়া খাতুন। সে সকলের কাছে দোয়া প্রার্থী।