
স্টাফ রিপোর্টার ::
২৭ জানুয়ারী ২০১৯ সুপ্র সাতক্ষীরা জেলা কমিটি, সকাল ১১.০০টায় সাতক্ষীরা প্রেসক্লাবে বিদ্যমান করের বোঝা এবং ক্রমবর্ধমান বৈষম্য হ্রাসে উপস্থিত সাংবাদিকদের সাথে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সুপ্র সাতক্ষীরার সাধারন সম্পাদক মাধব চন্দ্র এর সঞ্চালনায় অনুষ্টিত সংবাদ সম্মেলনে ধারনা পত্র ও দাবিনামা পাঠ করেন সুপ্র সাতক্ষীরার সহ-সভাপতি অপরেশ পাল। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোটার মিজানুর রহমান দৈনিক জনতার সাংবাদিক কালিদাশ রায়, যুগেরবার্তার আমিনুর রশিদ, সমাজের কাগজের আমিরুজ্জামন বাবু, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম ্আজাদ, মহিলা পরিদের জ্যো¯œা দত্ত, সুপ্র জেলা কমিটির সদস্য শ্যামল বিশ্বাস, লুইস রানা গাইন প্রমুখ। সভায় ৭দফা দাবিনামা পেশ করা হয়, বলা হয় কর ষৈম্য কমানোর কথা থাকলেও তা এক জায়গাতেই থমকে আছে। বিপরীতে সবচেয়ে ধনী ৫ শতাংশ মানুষের আয়ের ভাগ ছিল ২০১০ সালে ২৪ দশমিক ৬১ শতাংশ, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ২৭ দশমিক ৮৯ শতাংশে। এর অর্থ, সমাজের মুষ্টিমেয় মানুষের কাছে অধিকহারে সম্পদ পুঞ্জিভূত হচ্ছে। সিংহভাগ মানুষ উনয়নের সুফল থেকে বঞ্চিত হচ্ছে। ক্রমবর্ধমান আয় বৈষম্য সমস্যা মোকাবিলা করা দুরূহ, কিন্তু অসম্ভব না। এ ক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তি দ্বয়ের সদিচ্ছার প্রয়োজন বলে আমি মনে করছি। কারণ, আয় ও সম্পদ পুনর্বন্টন কঠিন কাজ, রাজনৈতিক নীতি পরিবর্তন ছাড়া তা অর্জন করা যায় না। করের বোঝা বর্তমানে এই বৈষম্যের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে। করের বোঝা কমাতে হলে ধনিক শ্রেণীর কাছ থেকে অধিক হারে কর আদায় ছাড়া কোনো বিকল্প নেই। ৭ দফা দাবিগুলির মধ্য করের আওতা বৃদ্ধি, পরোক্ষ করের উপর নির্ভরতা কমানো, ন্যায্য কর ব্যবস্থা চালু করা, কর্পোরেট করের হার বৃদ্ধি,সম্পদের সম বন্টন, করের বিপরীতে সেবা নিশ্চিত করা,কর প্রদানে নাগরিকদের উতসাহিত করা, করের টাকার সুষ্ট ব্যবহার নিশ্চিত করা অন্যতম।