
সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্র সাতক্ষীরা জেলা ক্যাম্পেইন কমিটির সদস্যদের কর নায্যতা বিষয়ে বেসরকারি উন্নয়ন সংগঠন স্বদেশ এর ট্রেনিং রুমে শনিবার এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। বর্তমান প্রচলিত কর নীতিমালার প্রেক্ষিতে, কর নায্যতা,প্রগতিশীল কর, নিপীড়নমুলক কর, প্রত্যক্ষ কর, কর বৈষম্য, প্রচলিত করব্যবস্থার ক্ষেত্রে অসুবিধা সুমুহ, কর নীতিমালা বাস্তবায়নে করনীয় বিষয়ে এই আলোচনা করা হয়। সহায়কের দায়িত্ব পালন করেন, সুপ্র সাতক্ষীরা জেলা সম্পাদক মাধব চন্দ্র দত্ত।
প্রসঙ্গতঃ রাষ্টের কর ব্যবস্থা সহজ করে জনবান্ধব করনীতি প্রণয়ন, কর নায্যতা প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের ৪৫টি জেলায় সুপ্র কাজ করছে। সক্ষম করদাতা চিহ্নিত করে করের আওতা বৃদ্ধিকরে রাষ্টের উন্নয়ন সাম্যতা ও নায্যতা প্রতিষ্ঠা করার লক্ষ্যে ও সকল ক্ষেত্রে স্বচ্ছতা , জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠা করাই সুপ’্রর উদ্যেশ্য।-প্রেস বিজ্ঞপ্তি