
শেখ আমিনুর হোসেন::
সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ কুড়ি বোতল ফেন্সিডিলসহ এক মহিলা মাদক সম্রাজ্ঞীকে আটক করেছে। সোমবার মধ্যরাতে উপজেলার রাজপুর গ্রামের মনিরুজ্জামান ওরফে চামরা মনির এর স্ত্রী মোছাঃ সালেহা খাতুন(৪০) কে নিজ বাড়ি থেকে উক্ত ফেনসিডিলসহ তাকে আটক করে পুলিশ।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া থানার এসআই মোঃ নাজিম উদ্দিন, এএসআই মোঃ আব্দুস সবুর শেখ, এএসআই গোপল চন্দ্র বৈদ্য সহ সংগীয় ফোর্স নিয়ে
কলারোয়া থানাধীন রাজপুর গ্রামস্থ আসামী সালেহা খাতুনের পিতার বাড়ী হইতে রাত্র অনুমান ০২.৪৫ ঘটিকার সময় ২০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করে। তাহার বিরুদ্ধে কলারোয়া থানায় ০২ নং ও ধারা-১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ১৯(১) টেবিল এর ৩(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।