
কে এম আনিছুর রহমান, প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়ন পরিষদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। বিদ্যুৎ বিল পরিশোধ না করায় ইউনিয়ন পরিষদের এ বিদ্যুৎ সংযোগ কেটে দেয়া হয়েছে বলে জানাগেছে। ফলে বিদ্যুৎবিহীন অবস্থায় ইউনিয়নবাসী তথ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ব্যাহত হচ্ছে জন্মনিবন্ধন কার্যক্রমের মতো চলমান ই-সেবাভিত্তিক অনেক কার্যক্রম। বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে কোনো ইউনিয়ন পরিষদে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেযার ঘটনা এ উপজেলায় এটিই প্রথম।
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেযার ঘটনার সত্যতা স্বীকার করে চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডা: রমজান আলি ভয়েস অব সাতক্ষীরা ডটকমকে জানান, বলেন, গত ৪ দিন আগে বিদ্যুৎ লাইন কেটে দেয়া হয়েছে। শীঘ্র বকেয়া বিল পরিশোধ করে বিদ্যুৎ লাইন ফের চালু করার চেষ্টা চালানো হচ্ছে। কেন বিদ্যুৎ বিল পরিশোধ করেননি এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান রমজান আলি বলেন, তিনি অফিসিয়ালি চেয়ারম্যান। কাগজপত্রে সই-স্বাক্ষর দেন মাত্র। কিন্তু ইউনিয়ন পরিষদ পরিচালনা করছেন আনঅফিসিয়ালি অন্য প্রভাবশালীরা। তারাই বলতে পারবেন-কেন বিল বকেয়া পড়েছে বা বিছিন্ন করা হয়েছে।