কলারোয়ার চন্দনপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার হুমকি !


558 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
কলারোয়ার চন্দনপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার হুমকি !
মার্চ ৯, ২০১৮ কলারোয়া ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

স্টাফ রিপোর্টার ::
সাতক্ষীরার কলারোয়ায় এক সার ব্যবসায়ীকে মামলা তুলে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় শুক্রবার উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারের সার ও কীট নাশক ব্যবসায়ী আলতাফ হোসেন ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
ব্যবসায়ী আলতাফ হোসেন জানান, বিগত ১৯৯৫ সাল থেকে তিনি ওই বাজারের মেসার্স বিথী ট্রেডার্সে বীজ, সার, কীটনাশক, রড, ঢেউটিন, সিমেন্ট ও ভুষিমালের ব্যবসা করে আসছেন। সম্প্রতি স্থাণীয় ইউপি চেয়ারম্যান কোন কারণ ছাড়াই তাকে আর এ বাজারে ব্যবসা করতে দেওয়া হবেনা বলে হুমকি প্রদান করেন। এমনকি দোকানঘর ভেঙ্গে দেওয়া হবে বলেও হুমকি দেন। বিষয়টি তিনি বাজার কমিটিসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গকে জানিয়ে কোন ফল না পেয়ে অবশেষে ওই ইউপি চেয়ারম্যানকে বিবাদী করে সাতক্ষীরা আদালতে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-৬৫/১৭। এরপর থেকে ইউপি চেয়ারম্যান তার ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষতি করার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে কৃষি অফিসে দরখাস্ত, বিজিবি দিয়ে তার দোকান থেকে সার আটক করানোসহ বিভিন্ন ভাবে হয়রানী করে আসছেন। এমনকি মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে। এ ঘটনায় তিনি শুক্রবার বিকালে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। যার জিডি নং-৩৪৭/১৮। বিষয়টি তিনি জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।