
কে এম আনিছুর রহমান, করারোয়া :
সাতক্ষীরার কলারোয়ায় ১নং জয়নগর ইউনিয়নের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। সোমবার সকাল ৮ টার দিকে তিনি পরিদর্শন করেন। তিনি ওই ইউনিয়নের ৮টি গ্রামের কয়েক’শ পানিবন্দি দু:স্থ অসহায় মানুষের খোজ খবর নিয়ে শান্তনা দেন। তাছাড়া পানিতে ডুবে যাওয়া স্কুল ও স্বাস্থ্য কমপ্লেক্স পরির্দন করেন। অতিব তাড়াতাড়ি পানি যাতে নিষ্কাশন হয় তার ব্যবস্থা করবেন বলে ইউনিয়ন বাসিদের আশ্বস্ত করেন।
কয়েকদিনের টানা বষন, উজান থেকে নেমে আসা ঢল ও কপোতাক্ষের উপচে পড়া পানিতে বর্তমানে ওই ইউনিয়নের শিক্ষা ব্যবস্থা,চিকিৎসা ব্যবস্থা,যোগাযোগ ব্যবস্থা,ব্যবসা বানিজ্য ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। বিশেষ করে সরসকাটি হাইস্কুল,গাজনা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স পানিতে ডুবে যাওয়ায় শিক্ষা ও চিকিৎব্যবস্থা ভেঙ্গে পড়েছে। পানিবন্দি মানুষরা কাজ করে খাবেন তাও জায়গা নেই কারণ আশপাশের মাঠঘাট সবই পানিতে ডুবে গেছে। ফলে ওই ইউনিয়নের বসবাসরত মানুষের সীমাহীন দূর্ভোগ পোয়াতে হচ্ছে। বিশেষ করে সরসকাটি হাইস্কুল,গাজনা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স পানিতে ডুবে যাওয়ায় শিক্ষা ও চিকিৎব্যবস্থা ভেঙ্গে পড়েছে। ইতোমধ্যে জয়নগর ইউনিয়নে ২ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছেন বলে চেয়ারম্যান জানান। পরিদর্শন কালে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফিরোজ আহম্মদ, ইউপি সদস্য জয়দেব শাহা, সাংবাদিক কে এম আনিছুর রহমান, আশরাফ হোসেন, আতিয়ার রহমান, শিক্ষক সত্যপদ শাহা, ঘের ব্যবসায়ী বিপ্র প্রমুখ।