
কে এম আনিছুর রহমান ::
সাতক্ষীরার কলারোয়ায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন এবং আগামী উপজেলা পরিষদ নিবার্চন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে কলারোয়া আলিয়া মাদরাসা ময়দানে পৌর সদরের ১নং তুলশীডাঙ্গা ওয়ার্ড আওয়ামীগের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১নং তুলশীডাঙ্গা ওয়ার্ড আওয়ামীগের সভাপতি লিয়াকত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান এস এম মনিরুল ইসলাম, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, যুবলীগ নেতা শেখ মাসমুজ্জামান মাসুম, আসাদুজ্জামান তুহিন, স্বেচ্ছাসেবকলীগ নেতা আশিকুর রহমান মুন্না, পৌর কাউন্সিলর মফিজুল হক, আকিমুদ্দীন,জাহাঙ্গীর হোসেন, ফারহানা হোসেন, মেজবাউদ্দীন দিলু, সন্ধ্যারাণী বর্মনসহ আ’লীগ ও তার অংগসংগঠেনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা আগামী উপজেলা নির্বাচনে আবারও ফিরোজ আহম্মেদ স্বপনকে ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান করার আহবান জানান। সমগ্র আলোচনা সভাটি পরিচালনা করেন যুবলীগ নেতা জি এম শফিউল আজম শফি।