
কে এম আনিছুর রহমান ::
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে প্রধান মন্ত্রীর নির্দেশে সারা দেশের ন্যায় সাতক্ষীরার কলারোয়া উপজেলার খেটে খাওয়া মানুষ ঘরে অবস্থান করায় তাদের ত্রান সহায়ক হিসেবে কলারোয়ার ত্রান তহবিলে ৮০,০০০ টাকা প্রদান করলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজের কার্যালয়ে ত্রান তহবিলে তার হাতে এ টাকা তুলে দেন কলারোয়ার ১৯৪ জন মুক্তিযোদ্ধার পক্ষে তারা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি কলারোয়া উপজেলা আ’লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বি এম নজরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাবেক সাংগঠনিক কমান্ডার সৈয়দ আলী, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা আবুল হোসেনসহ অন্যরা।