
স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরার কলারোয়া বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ মো: নজিবুল ইসলাম আর নেই। মঙ্গলবার রাত ১০ টার দিকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন।
ইন্না——–রাজেউন।
সাতক্ষীরা জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান ভয়েস অব সাতক্ষীরা ডটকমকে জানান, গত ২১ ফেব্রুয়ারী অধ্যক্ষ নজিবুল ইসলাম হার্ডের সমস্যা জর্নিত কারনে অসুস্থ্য হয়ে পড়েন। গত ২২ ফেব্রুয়ারী তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন তার দেহে একটি রিংও পরানো হয়। মঙ্গলবার রাতে তার দেহে আরও একটি রিং পরানোর সময় তিনি মারা যান।
অধ্যক্ষ মো: নজিবুল ইসলাম মৃত্যুকালে স্ত্রী , ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: নজরুল ইসলামের ছোট ভাই। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি গ্রামে।
অত্যন্ত বিনয়ী শিক্ষক নেতা অধ্যক্ষ নজিবুল ইসলামের মৃত্যুর খবর জানার পর সাতক্ষীরার শিক্ষক মহলে শোকের ছায়া নেমে আসে।
অধ্যক্ষ নজিবুল ইসলামের আকর্ষিক মৃত্যুতে সাতক্ষীরা জেলা কলেজ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।