
কে এম আনিছুর রহমান ::
সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়নের বামনখালি ঘোষপাড়া পূজামন্ডপের নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ প্রধান অতিথি হিসেবে এই ভবন নির্মাণের কাজ উদ্বোধন করেন।
এ সময় পূজামন্ডপের সভাপতি সুভাস ঘোষের সভাপতিত্বে যুগিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলামসহ পূজামন্ডপের সাধারণ সম্পাদাক ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ১০ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ভবনটি নির্মাণ করছে।