
কে এম আনিছুর রহমান, কলারোয় :
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিভাগীয় আলোচনা সভার স্থান নির্বাচনের জন্য সীমান্ত এলাকা পরিদর্শন করা হয়েছে।
বুধবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান ও সাতক্ষীরা ৩৮ বিজিবি’র লেঃ কর্নেল আরমান হোসেন এ পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়,উপজেলা সহকারী কমিশনার ভূমি সানজিদা জেসমিন,উপজেলা প্রকৌশলী আবেদুর রহমান, সীমান্তবর্তী কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভুট্টো লাল গাইন, সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম শহিদুল ইসলাম।
সাতক্ষীরা ৩৮ বিজিবি’র লেঃ কর্নেল আরমান হোসেন জানান, এ সময় তারা কেঁড়াগাছি হাইস্কুল মাঠ ও ভাদিয়ালী হাইস্কুল সংলগ্ন কালিবাড়ি স্কুলের মাঠ পরিদর্শন করেন। ওই দুটি স্থানের যে কোন একটি জায়গায় আগামী ১৭ ডিসেম্বর বিভাগীয় আলোচনা হতে পারে।