
কে এম আনিছুর রহমান, কলারোয়া :
সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়ন আ’লীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকালে স্থানীয় সোনাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আ’লীগের সভাপতি জি এম মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ও বক্তব্য রাখেন ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান প্রার্থী ইউপি সদস্য মনিরুল ইসলাম, সোনবাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার আসাদুজ্জামান চান্দু, আব্দুলওয়াদুদ ঢালী,সিদ্ধিশ্বর চক্রবর্তী,সুপ্রশাদ চৌধুরী, আতাউর রহমান লাভলু,নাজমুল হুদা, আনারুল ইসলাম, আনন্দ বাবু,মহিলা মেম্বও রেহেনা খাতুন, মুক্তিযোদ্ধা আবু দাউদ, একিন উদ্দীন, আব্দুল খালেক, ছাত্রলীগ নেতা তুষার,রানা, রেজা,হেকমত আলী প্রমুখ। আলোচনা শেষে ইফতার পর্ব দোয়া পরিচালনা করেন ইউনিয়ন ও লামালীগের সভাপতি মাও আব্দুল মজিদ ও হাফেজ মোহাম্মদ জহিরুল কবীর। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মাস্টার আলমগীর আজাদ।