কলারোয়ায় অগ্নিকাণ্ডে তিন দোকান ভস্মীভুত : ৫ লাখ টাকার ক্ষতি


425 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
কলারোয়ায় অগ্নিকাণ্ডে তিন দোকান ভস্মীভুত : ৫ লাখ টাকার ক্ষতি
মার্চ ২৪, ২০১৮ কলারোয়া ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

 

ইব্রাহিম খলিল :
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় অগ্নিকান্ডে তিনটি দোকান ভস্মীভুত হয়েছে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কাজীরহাট বাজারে বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত বলে জানাগেছে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক নূর ইসলাম জানান, শনিবার সকালে দোকানে আগুন দেখে বাজারের লোকজন তাকে খবর দেয়। খবর পেয়ে তিনি ফায়ার সার্ভিসে সংবাদ দিয়ে দোকানে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুণ নিয়ন্ত্রণ করার চেষ্ঠা করেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুণ নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে তার দোকান, পাশে আব্দুর রাজ্জাকের তুলার ফ্যাক্টরি ও মনোয়ারের চায়ের দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে ভয়েস অব সাতক্ষীরাকে বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে তিনি জানান। #
###