
কে এম আনিছুর রহমান ::
সাতক্ষীরার কলারোয়ায় আদালতে মামলা চলাকালে জোর করে জমি ও রাস্তা দখলের চেষ্টার অভিযোগে উঠেছে। ঘটনাটি ঘটেছে-কলারোয়া পৌরসভা ৩নং ওয়ার্ডে গদখালী ঝিকরা মৌজায়। ক্ষতিগ্রস্ত জমির মালিক মোমেনা খাতুন জানান-ঝিকরা মৌজায়-৮১৮৬ ডিপির ৫৩৫ খতিয়ানে অবৈধ ভাবে তার বাড়ীতে যাওয়ার রাস্তা ও জমি দখল করে বসত বাড়ী নির্মানের চেষ্টা করে আসছে। তিনি এঘটনার প্রতিকার চেয়ে সাতক্ষীরার সহকারী জজ আদালতে একেএম নুরুল ইসলামকে বিবাদী করে একটি দেওয়ানী-২৯/২০ মামলা দায়ের করেন। এই মামলা চলাকালে আদালতের আদেশ অমান্য করে বিবাদী একেএম নুরুল ইসলাম বাড়িতে যাওয়ার রাস্তা ও জমি দখল করে বসত বাড়ী নির্মানের চেষ্টা অব্যহত রেখেছে। তিনি আরো জানান-ওই জমিতে মোমেনা খাতুন সহ ৬ বোনের জায়গা ও যাতায়াতের পথ দখল করে বিল্ডিং নির্মান করিতেছেন। বর্তমানে জায়গা ও যাতায়াতের পথ দখল করায় তারা গৃহবন্ধী হয়ে পড়েছে। তিনি আরো জানান, বিজ্ঞ আদালত বাদীর প্রর্থনা মোতাবেক কেন বিবাদী পক্ষের প্রতি অস্থায়ী নিষেধাক্ষার আদেশ প্রদান করা হইবে না তদমর্মে নোটিশ প্রপ্তির ১৫ দিনের মধ্যে বিবাদী পক্ষকে কারন দর্শাবার জন্য নির্দেশ প্রদান করেন। কিন্তু নুরুল হক কোন কিছু না মেনে গায়ের জোরে সম্পূর্ন অন্যায় ভাবে যাতায়তের পথ সহ জায়গা দখল করে পাকা স্থপনা নির্মান কাজ অব্যহত রেখেছেন। তিনি ন্যায় ও সুষ্ঠু বিচার পাওয়ার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন। এদিকে একেএম নুরুল ইসলামের সাথে রাতে সেলফোনে কথা হলে তিনি বলেন আমরা আদালতের নির্দশনা মেনে চলছি। আমরা কারোর জমি বা রাস্তা দখল করে নাই।