
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
অধিকার, মর্যাদায় নারী-পুরুষ সমানে সমানে এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত মানবন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন,উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার ময়না,সিনিয়র উপজেলা মৎস্য কর্তকর্তা মোশাররফ হোসেন,উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন, সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি ব্র্যাক, সুশীলন, ওয়ার্ল্ড ভিশন, স্যালভেশন আর্মি, উন্নয়ন পরিষদ, অগ্রগতি সংস্থা, নওয়াবেকী গণমুখি ফাউন্ডেশন, সাজেদা নারী উন্নয়ন পরিষদ, গণমেত্রী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ এনজিও সুলিশ সমাজের প্রতিনিধিগণ। উলে¬খ্য-আগামী ৮মার্চ কলারোয়ায় আন্তজার্তিক নারী দিবস অনুষ্ঠিত হবে।