কলারোয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন


502 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
কলারোয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন
মার্চ ৮, ২০১৮ কলারোয়া ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

কে এম আনিছুর রহমান,কলারোয়া ::
সাতক্ষীরার কলারোয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত এ দিবসের প্রতিপাদ্য বিষয় ছিলো: ‘সময় এখন নারীর, উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্ম-জীবনধারা’। উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফিরোজ আহম্মেদ স্বপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার। এ ছাড়া বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মহাসীন আলি, উপজেলা শিক্ষা অফিসার আকবার হোসেন, সাজেদা নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী লতিফা আক্তার প্রমুখ। দিবসটি উপলক্ষে মহিলা অধিদপ্তর ৮ টির মতো স্টল দেয়।
##