
কে এম আনিছুর রহমান,কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় বে-সরকারি সংস্থা কারিতাস’র আয়োজনে আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি কলারোয়া পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংস্থার আইসিডিপি ঋষি প্রকল্প’র পিআইসি সদস্য শিরিল মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন সাতক্ষীরার পালক পুরোহিত ফাদার লরেন্স ভালোতী, কারিতাস, খুলনার জেপিও আনন্দ দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকবর হোসেন, কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, খ্রিস্টান এসোসিয়েশনের সভাপতি প্রশান্ড মন্ডল, শিক্ষক পরিতোষ মন্ডল, উইনী মন্ডল, সাধন দাস,মিসেস লুইজিনা রোজারিও,উইনি বৈরাগী, সাংবাদিক এম এ সাজেদসহ কারিতাস’র আইসিডিপি ঋষি প্রকল্প’র বিপুল সংখ্যক সদস্যবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন কারিতাস’র কলারোয়া ইনচার্জ মি. উত্তম ভট্টাচার্য্য।