
কে এম আনিছুর রহমান ::
সাতক্ষীরার কলারোয়ার দেয়াড়ায় আ’লীগের কর্মী সমাবেশ করেছেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। মঙ্গলবার বিকেলে দেয়াড়া ইউনিয়নের খোরদো নতুন বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে লাল্টু আগামি জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার আহবান জানান।
ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সম মোরশেদ আলী, পৌর সভাপতি আজিজুর রহমান, সাবেক এজিএস মোস্তাফিজুর রহমান মোস্ত, যুবলীগ সভাপতি কাজী আসাদুজ্জামান সাহাজাদা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, ছাত্রলীগ সভাপতি এসএম আবু সাঈদ, সাধারণ সম্পাদক শাকিল খান জজ প্রমুখ।
ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের পরিচালনায় সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।