
কে এম আনিছুর রহমান,কলারোয়া:
সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা আওয়ামী লীগ,শ্রমিক লীগ ও ছাত্রলীগের উদ্যোগে জামায়াতের ডাকা হরতাল বিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টুর নেতৃত্বে মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলারোয়া সরকারী কলেজ বাসষ্টান্ডে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, পৌর আ’লীগের সভাপতি আজিজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম, ভুট্টো লাল গাইন, নব-নির্বাচিত ইউপি তরুন চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, জাতীয় শ্রমিকলীগের সভাপতি আব্দুর রহিম, উপজেলা আ’লীগ নেতা শেখ জাকির হোসেন, শফিউল আযম শফি প্রমুখ।