
কলারোয়ায় প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায় ইয়াবা সেবন করার অপরাধে শ্যামলী নামে এক যুবতীকে ভ্রাম্যমান আদালত ৭ দিনের কারাদন্ড দিয়েছেন। বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার তালুকদার এ কারাদন্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত শ্যামলী খাতুন (২৩) যশোর জেলার ঝিকরগাছা উপঝেরার উলাকোল গ্রামের মিজানুর রহমানের মেয়ে। কলারোয়া থানার সেকেন্ড অফিসার এস আই মোয়াজ্জেম হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, উপজেলার পৌর সদরের গদখালী গ্রামের মধ্যে একটি মেয়ে প্রকাশ্যে ইয়াবা সেবন করছে। পরে তার নেতৃত্বে এ এস আই জিন্নাত সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ওই গ্রাম থেকে তাকে ইয়াবা সেবন করা অবস্থায় আটক করেন। পরে ওই স্থানে ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই আদালতে মেয়েটি ইয়াবা সেবন করেছে বলে স্বীকার করলে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ৭ দিনে কারাদণ্ড প্রদান করেন।