
কে এম আনিছুর রহমান,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায় পবিত্র ঈদ-ই-মিলাদুন নবী(সঃ) এর ১৪৩৭হিজরী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপঝেলা ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে র্যালী, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ইসলামিক ফাউন্ডেশন অফিসে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার শাহাজাহান কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন। এ ছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুহা আইয়ুব আলী, উপজেলা জামে মসজিদের ইমাম কামরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার সিরাজুল ইসলাম, সাধারণ কেয়ারটেকার মহিদুল ইসলাম, এরশাদ আলী, আব্দুল মোকিম, শামসুর রহমান, হাফিজুল ইসলাম, শিক্ষক আবু বকর সিদ্দিক, মাওলানা ওসমাণ গণি, আব্দুল বারী, মাহমুদুল হক, মাহবুবুর রহমান, ইউছুপ আলী ও ইছাহাক আলী প্রমুখ। আলোচনার শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন আবু বকর সিদ্দিক। দোয়া পরিচালনা করেন মাওলানা ওসমাণ গণি।