কলারোয়ায় একজন চেয়ারম্যান প্রার্থীসহ ৮ প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত, ৪জনের প্রার্থীতা বাতিল


395 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
কলারোয়ায় একজন চেয়ারম্যান প্রার্থীসহ ৮ প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত, ৪জনের প্রার্থীতা বাতিল
ফেব্রুয়ারি ২৭, ২০১৬ কলারোয়া ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

কে এম আনিছুর রহমান,কলারোয়া প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতক্ষীরার কলারোয়ায় উপজেলার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য প্রার্থীদের দাখিলকৃত মনোনয়ন পত্র দুইদিন ব্যাপী যাচাই বাছাই শেষ হয়েছে। যাচাই-বাছাইয়ে এক চেয়ারম্যান প্রার্থীসহ ৯ জন প্রার্থীর বিপক্ষে দুবৃর্ত্তদের বাধার মুখে অন্য প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিতে না পারায় তারা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

এ ছাড়া মনোনয়ন পত্রে ভুল তথ্য দেওয়ায় ৪ সদস্য প্রার্থীর প্রার্থীতা বাতিল ঘোষনা করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মাসুদুর রহমান। বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন, উপজেলার ৬নং সোনবাড়িয়া ইউনিয়নের আ’লীগ দলীয় প্রার্থী মনিরুল ইসলাম, একই ইউনিয়নের সংরক্ষিত মহিলা (১,২ ৩) আসনের রেকসোনা বেগম, ৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য হাশেম আলী, ৩নং কয়লা ইউনিয়নের সংরক্ষিত মহিলা (৪,৫.৬) আসনের  রহিমা বেগম কাজল, একই ইনিয়নের ৩নং সাধারণ সদস্য পদে মফিজুল ইসলাম, ১১নং দেয়াড়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা (৪,৫,৬) আসনের আকলিমা খাতুন,১২নং যুগিখালী ইউনিয়নের সংরক্ষিত মহিলা (১.২.৩) আসনের বিউটি ইয়াসমিন ও ২নং সাধারণ সদস্য পদে এরশাদ আলী।

অন্যদিকে ৪ প্রার্থীর প্রার্থীতা বাতিল হয়েছে তারা হলেন-উপজেলার ৭নং চন্দনপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা (১.২.৩) আসনের প্রার্থী সাজেদা খাতুন, ৪নং ওয়ার্ডের সাধারণ সদষ্য প্রার্থী জাহাঙ্গীর হোসেন,দেয়াড়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা (১.২.৩) আসনের প্রার্থী আছিয়া খাতুন ও যুগখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী স্বদেশ বসাক। উল্লেখ্য, উপজেলার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৮ জন, সংরক্ষিত মহিলা আসনে ১১০ জন এবং সাধারণ সদস্য পদে ৪১১ জন প্রার্থীর মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ে টিকে রয়েছে বলে রিটানিং কর্মকর্তার অফিস সুত্রে জানা যায়।