
কলারোয়া প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায় বাবুরালী নামে এক চোরকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার গভীর রাতে তাকে তার বাড়ি থেকে আটক করা হয়। আটক বাবুরালী উপজেলার পৌর সদরের গদখালী মৃত মহব্বত আলীর ছেলে। থানা সুত্রে জানা গেছে, শুক্রবার রাত ১২ টার দিকে থানার সেকেন্ড অফিসার এস আই মোয়াজ্জেম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বাবুরালী বাড়িতে অবস্থান করছে। পরে তার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা তার বাড়ি ঘেরাও করে তাকে আটক করেন। কলারোয়া থানায় চুরি মামলার (নং-২৩) সন্দেহভাজন আসামী হওয়ায় তাকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান।