
কে এম আনিছুর রহমান, কলারোয়া :
সাতক্ষীরার কলারোয়ায় মহিদুল ইসলাম নামে এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সে উপজেলার দিগং গ্রামের দেলবার সরদারের ছেলে। মঙ্গলবার ভোরে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানা সুত্রে জানা গেছে, মঙ্গলবার ওই সময় কলারোয়া থানার এস আই আহাদ আহম্মেদ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন,দীর্ঘদিন পলাতক আসামী মহিদুল ইসলাম (৩৫) বাড়িতে অবস্থান করছে। পরে তার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা তাকে তার বাড়িতে গ্রেফতার করে। তার বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে সিআর- নং ১০৯/১৫ ইং মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে থানা পুলিশ জানায়।