
কে এম আনিছুর রহমান ::
সাতক্ষীরার কলারোয়ার বসন্তপুর মোড়ে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রেজাউল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার ঘটনায় একদিন পর মামলা হয়েছে।
নিহতের ছেলে উপজেলার ওফাপুর গ্রামের পোল্ট্রি ব্যবসায়ী শেখ রিপন হোসেন বাদী হয়ে ৯ জনকে আসামী করে এ হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১০,তারিখ- ৮/৭/২০২১। ধারা-১৪৩/৩২৩/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০।
মামলার এজাহারভুক্ত আসামীরা হলেন-উপজেলার ওফাপুর গ্রামের আব্দুল মাজেদ ঢালীর ছেলে উজ্জ্বল হোসেন ( ৩৫), আফজাল হোসেন (২৫), কাদের ঢালীর ছেলে রনি ঢালী (৪০), হায়দার ঢালী (৩৭), একই গ্রামের আনার মোড়ের ছেলে হৃদয় মোড়ল (৩৬), আব্দুল মাজেদ ঢালীর ছেলে আজগর আলী (২২), মৃত মকবুল হোসেনের ছেলে নানা ওফাপুর গ্রামের আকিমুদ্দীন বিশ্বাসের নাতি ইমানালী বিশ্বাস (৩৫), কাদের ঢালীর ছেলে অজেদ ঢালী (৪৬) ও ওমর আলী মোড়লের ছেলে রুহুল আমিন মোড়ল (৪৫)।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব মীর খায়রুল কবীর মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এজাহারভুক্ত আসামীদের গ্রেফতার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত বুধবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার ওফাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সামনে বসন্তপুর মোড়ে মামলার বাদীর নিকট আসামীরা পাওনা টাকা চাইতে গেলে উভয় পক্ষের সংর্ষের ঘটনায় বাদীর পিতা শেখ রেজাউল ইসলাম মারা যায়।