
প্রতিনিধি প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায় খুকুমনি নামে মালায়েশিয়া প্রবাসীর এক স্ত্রী বিষপানে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিন বহুড়া গ্রামে। এক সন্তানের জননী খুকুমনি (২২) দক্ষিণ বহুড়া গ্রামের মালায়েশীয়া প্রবাসী তরিকুল ইসলামের স্ত্রী ও একই উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুল ওহাব আলীর মেয়ে। পারিবারিক ও থানা সুত্রে জানা যায়, গত ১৮ মাস আগে খুকুমনির প্রথম সন্তান ভুমিষ্ট হওয়ার সময় সিজার করতে হয়। ওই সিজার অপারেশন ভাল না হওয়ায় প্রায় সময় ওই কাটা জায়গায় যন্ত্রনা করত তার। এক পর্যায়ে যন্ত্রনা সহ্য না করতে না পেরে গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে যন্ত্রনার বিষয় নিয়ে বিদেশে স্বামীর সাথে কথা বলে। এ সময় স্বামী বিষয়টি ভাল গুরুত্ব দেয়নি বলে অভিমান করে ঘরে থাকা বিষপান করে সে। পরে বাড়ির লোকজন জানতে পেরে তাকে উদ্ধার করে প্রথমে কলারোয়া হাসপাতালে চিকিৎসা ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সেখানে অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ওই দিন বিকাল সাড়ে ৫ টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ব্যাপারে কলারোয়া থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম জানিয়েছেন।