
কে এম আনিছুর রহমান,কলারোয়া :
সাতক্ষীরার কলারোয়ায় প্রেমে ব্যর্থ হয়ে হেলাল হোসেন (২০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে কলারোয়া পৌর সদরের গদখালী গ্রামের শহিদ মল্লিকের ছেলে। পারিবারিক সুত্রে জানা গেছে, রোববার রাতে পাশের বাড়ি বিল্লাল হোসেনের বাড়িতে ঘুমাতে যায়। রাত দুইটার পরে যে কোন সময় ঘরের আড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সোমবার সকালে পরিবারের লোকজন তাকে খুজে না পেয়ে বেলা ১১ টার দিকে ওই বাড়ির ঘরের আড়ায় জুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে হেলালের ঝুলন্ত অবস্থায় মৃত লাশ উদ্ধার করে। এ ব্যাপারে কলারোয়া থানায় একটি অপমৃত মামলা হয়েছে। এলাকাবসীর ধারণা প্রেম ঘটনার কারণে সে আত্মহতা করেছে।##