
কে এম আনিছুর রহমান,কলারোয়া প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায় হুমায়ুন কবীর নামে এক স্কুল শিক্ষককে মারপিট করে আহত করা হয়েছে। তিনি উপজেলার খোরদো মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল শাখার সহকারী শিক্ষক ও কলারোয়া পৌর সদরের গদখালী গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে কলারোয়া উপজেলার ছলিমপুর বাজারে ঘটনাটি ঘটেছে।
আহত শিক্ষক হুমায়ুন কবীর জানান, সম্প্রতি উপজেলার খোরদো হাইস্কুল মাঠে গ্রীস্মকালীন স্কুল মাদ্রাসার জোন পর্যায়ে খেলাকে কেন্দ্র করে ছলিমপুর গ্রামের ময়েন খান,ইসমাইল হোসেন, আলমগীর হোসেন, অসিম ও সালামের সাথে কথাকাটাকাটি হয়। এরই জের ধরে শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে শিক্ষক হুমায়ুন কবীর তার কর্মস্থল খোরদো হাইস্কুল থেকে ছাত্র-ছাত্রীদের নিয়ে উপজেলা পর্যায়ে খেলায় অংশ নেয়ার উদ্দেশ্যে আসছিল। পথিমধ্যে উপজেলার ছলিমপুর বাজার এলাকায় পৌছালে পূর্বে থেকে ওৎ পেতে থাকা ওই ব্যক্তিরা তাকে গতিরোধ করে এলোপাতাড়ী মারপিট করে আহত করে।
পরে ওই শিক্ষকের সাথে থাকা ছাত্র-ছাত্রী ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কলারোয়া হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে বলে জানা যায়।