
কে এম আনিছুর রহমান ::
সাতক্ষীরার কলারোয়ায় এসএম গ্রুপ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে গদখালী যুব উন্নয়ন সংঘ। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকালে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে আয়োজিত ওই খেলায় নির্ধারিত সময়ে কোন গোল না হওয়ায় সরাসরি টাইব্রেকারে ৫-৩ গোলে তুলশীডাঙ্গাকে হারায় গদখালী। ম্যান অব দ্যা ফাইনাল ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট মনোনীত হন বিজয়ী দলের মিলন। প্রতি খেলার ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার প্রদান করেন সাঈদ টেলিকম। সেরা গোলকিপার মনোনীত হন মামুন। ধারাবিবরণীতে ছিলেন প্রভাষক রফিকুল ইসলাম, শেখ শাহজাহান আলী শাহিন ও রুস্তুম আলী। রেফারির দায়িত্ব পালন করেন মোশারফ হোসেন। তাকে সহযোগিতা করেন আবু সাঈদ ও সাইফুল আলম। চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলকে ট্রফির পাশাপাশি যথাক্রমে ২০০০ এবং ১৫০০টাকা প্রদান করা হয়। বিপুল সংখ্যাক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন আসন্ন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা নির্বাচনে আশু-মুজিবর-মেহেদী-সান্টু-বদুর নেতৃত্বাধীন স্বাধীনতা ক্লাব ঐক্য পরিষদের প্রার্থীরা, কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ কামাল রেজা, কলারোয়া গালর্স পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, ক্রীড়া সংগঠক রেজাউল করিম লাভলু, হোন্ডা দাউদ মটরস এর সত্বাধিকারী তরিকুল ইসলাম, সোহাগ খাঁন, সজীব, তাহফিমুল ইসলাম, কলারোয়া নিউজের রিপোর্টার হাবিবুর রহমান রনি, গৌতম মন্ডল, সিয়াম, রিশাদ, মাসুদ রানা, ফুটবলার সায়েদ আলী, বাবু, ইমদাদুল হক, আশরাফুল, রেফারি মেহেদি হাসান ইমন, মাসউদ পারভেজ মিলন, রুহুল আমিন প্রমুখ।