কলারোয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন


506 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
কলারোয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন
এপ্রিল ১, ২০১৮ কলারোয়া ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

কে এম আনিছুর রহমান, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥
সাতক্ষীরা-১ (কলারোয়া-তালা) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন-কৃষিপ্রধান বাংলাদেশ বর্তমানে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ। কৃষকদের এখন আর সারের জন্য লড়াই করতে হয় না, জীবন দিতে হয় না। কৃষিবান্ধব সরকার কৃষক ও কৃষিখাতের ব্যাপক উন্নয়নে কাজ করে যাচ্ছে।
রোববার দুপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাসীন আলীর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ির প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মো.নুরুল ইসলাম, কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন ও সেলিনা আনোয়ার ময়না প্রমুখ।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭৯০জন প্রান্তিক কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি (ড্যাপ), ১০ কেজি এমওপি (পটাশ) বিনামূ্ল্েয বিতরণ করা হয়। এছাড়াও এর মধ্যে উফশী আবাদের ক্ষেত্রে ৩৬০জন কৃষককে জনপ্রতি সেচবাবদ নগদ ৫’শ টাকা এবং নেরিকার ক্ষেত্রে ৪৩০ জন কৃষককে জনপ্রতি সেচ বাবদ ৫’শ ও আগাছা দমন বাবদ ৫’শ করে নগদ ১ হাজার টাকা প্রদান করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি অফিসার আলহাজ্ব আবুল হাসান।
###

কলারোয়ায় অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
কে এম আনিছুর রহমান, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥
সাতক্ষীরার কলারোয়ায় অসহায় দরিদ্র মহিলাদের সাবলম্বী করার লক্ষ্যে বিনামূল্যে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) জেস ফাউন্ডেশনের কমিউনিটি ডেভেলমেন্ট প্রোগ্রামের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১২ জন অসহায় মহিলাকে প্রশিক্ষন শেষে এ মেশিন ও অর্থ বিতরন করা হয়।
প্রকল্প সমন্বয়কারী মিঠু সরদারের সভাপতিত্বে পৌর সদরের ডাকবাংলা সংলগ্ন জেস ফাউন্ডেশনের প্রকল্প অফিসে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, মোস্তাক আহমেদ,জেস ফাউন্ডেশন কর্মকর্তা কামরুল ফিরোজ, মোস্তাফিজুর রহমান, ফাতেমা প্রিন্টিং প্রেসের পারিচালক রেজাউল ইসলামসহ প্রশিক্ষনপপ্রাপ্ত মহিলারা।
অনুষ্ঠানে অসহায় ৫ জন মহিলাকে বিনা মূল্যে সেলাই মেশিন এবং অপর ৭ জনের (নিজস্ব মেশিন থাকায়) নগদ তিন হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া সেলাই প্রশিক্ষন কোর্স সমাপনী সনদপত্র প্রদান করা হয়। এর আগে তাদেরকে ১৬ দিনের প্রশিক্ষন দেয়া হয়। প্রশিক্ষন প্রদান করেন পাপিয়া সুলতানা।